অনিন্দ্যবাংলা ডেস্ক: বিচার বিভাগে দুর্নীতি প্রতিরোধে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সুপ্রিম কোর্ট এবং অধস্তন আদালতকে আরো স্বচ্ছ ও কার্যকর করতে একটি বিস্তৃত ৯ দফা সুপারিশ প্রস্তাব করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন। আগামীকাল ৫ ফেব্রুয়ারি, কমিশন তাদের প্রতিবেদন প্রধানমন্ত্রী উপদেষ্টা বরাবর জমা দেবে।
কমিশন সূত্রে জানা গেছে, সুপ্রিম কোর্টের বিচারকদের সম্পত্তির বিবরণ তিন বছর পরপর আদালতে প্রেরণ এবং ওয়েবসাইটে জনসাধারণের জন্য প্রকাশ করতে হবে। এমনকি, কর্মকর্তা-কর্মচারীদের সম্পত্তির হিসাবও ওয়েবসাইটে প্রকাশের প্রস্তাব করা হয়েছে। বিচারকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গ্রহণের জন্য সুপ্রিম কোর্টে অভিযোগ বক্স স্থাপনসহ একটি ডেডিকেটেড ইমেইল অ্যাড্রেস চালুর সুপারিশও করা হয়েছে।
কমিশন আরও উল্লেখ করেছে যে, অধস্তন আদালতে কর্মরত বিচারকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্তের জন্য সুপ্রিম কোর্টের বিচারকদের সমন্বয়ে একটি তিন সদস্য বিশিষ্ট প্রাথমিক তদন্ত কমিটি গঠন করা হবে। তিন মাস পরপর তদন্ত কমিটি দাখিল হওয়া অভিযোগের যাচাই-বাছাই করবে এবং প্রাথমিক সত্যতা পাওয়ার পর সংশ্লিষ্ট বিচারকের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের ও অন্যান্য ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে। অভিযোগ দাখিলের জন্যও সুপ্রিম কোর্টে একটি অভিযোগ বক্স ও ডেডিকেটেড ইমেইল অ্যাড্রেস থাকবে।
অধস্তন আদালতের সহায়ক কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্তের জন্য প্রতিটি জেলা জজের নেতৃত্বে একটি তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠনের সুপারিশও করা হয়েছে। এই কমিটি "দুর্নীতি অনুসন্ধান ও প্রতিরোধ কমিটি" নামে পরিচিত হবে এবং অভিযোগ পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে।
এই প্রতিবেদনটি বিচার বিভাগকে আরও স্বচ্ছ, গতিশীল এবং কার্যকর করতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। রিপোর্টে আইনজীবীদেরও দুর্নীতি প্রতিরোধে বার কাউন্সিলের মাধ্যমে তদন্ত কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে।