অন্যান্য খবর রাজনীতি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ!

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ৪-৫-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫২১৮

বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ খোজিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শনিবার সকাল ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমির খসরু জানান, বৈঠকে বাংলাদেশ-রাশিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ খাতে রাশিয়ার আগ্রহের কথা উঠে আসে।

তিনি বলেন, “রাশিয়া শক্তিশালী এনার্জি রিসোর্সসমৃদ্ধ দেশ। এ খাতে দুই দেশের পারস্পরিক সহযোগিতার বড় সুযোগ রয়েছে। একই সঙ্গে সাংস্কৃতিক অঙ্গনেও ভবিষ্যতে একযোগে কাজের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।”

প্রায় এক ঘণ্টাব্যাপী এই বৈঠকে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক ছাড়াও বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়েও আলোচনা হয়। বিএনপি নেতাদের কাছ থেকে নির্বাচনের সময় ও প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়েছেন রুশ রাষ্ট্রদূত, এমনটিই জানিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী।

দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও গভীর করতে এমন আলোচনার গুরুত্ব রয়েছে বলেও উল্লেখ করেন বিএনপির এই নেতা।