সকল খবর দেশের খবর

বিয়ে ও তালাক নিবন্ধন হবে অনলাইনে, নতুন বিধিমালায় অনুমোদন!

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ৯-৪-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৬০

সরকার মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধনের পদ্ধতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে। 'মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯' সংশোধন করে নতুন একটি প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। এই সংশোধনের মাধ্যমে এবার অনলাইনেও বিয়ে এবং তালাক নিবন্ধন করা যাবে।

এখন পর্যন্ত যে প্রচলিত পদ্ধতিতে বিয়ে ও তালাক নিবন্ধন করা হতো, তার পাশাপাশি অনলাইনে এই প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ পাচ্ছে সাধারণ জনগণ। সংশোধিত বিধিমালায় বলা হয়েছে, নিকাহ এবং তালাক নিবন্ধন ম্যানুয়ালি বা অনলাইন পদ্ধতিতে করা যেতে পারে।

আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, অনলাইন পদ্ধতিতে বিয়ে ও তালাক নিবন্ধন করার জন্য এখন প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে, যাতে আইনি জটিলতা দূর করা সম্ভব হয়। সংশোধিত বিধিমালায় অনলাইন নিবন্ধনের জন্য ডিজিটাল মাধ্যমে বা সরকারের নির্ধারিত পদ্ধতিতে ফি পরিশোধের ব্যবস্থা করা হয়েছে।

এছাড়া, অনলাইন নিবন্ধনের ক্ষেত্রে ফরম ‘ঘ’-এ যেসব ব্যক্তির স্বাক্ষর প্রয়োজন, তারা সরকার নির্ধারিত পদ্ধতিতে ডিজিটাল স্বাক্ষর বা সরাসরি স্বাক্ষর প্রদান করবেন। আর, নিরক্ষর ব্যক্তিরা টিপসই দিয়ে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করবেন।

এই পদক্ষেপের মাধ্যমে, দেশের মুসলিম জনগণের জন্য বিয়ে ও তালাক নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ ও সুবিধাজনক হবে, যা আইনি প্রক্রিয়া সহজতর করতে সহায়ক হবে।