সকল খবর দেশের খবর

বঙ্গবন্ধু এভিনিউ’র নতুন নাম শহীদ আবরার ফাহাদ এভিনিউ !

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ২৭-৩-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৭২

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার বেশ কয়েকটি সড়ক ও স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— বঙ্গবন্ধু এভিনিউয়ের নাম পরিবর্তন করে রাখা হয়েছে শহীদ আবরার ফাহাদ এভিনিউ।  

মঙ্গলবার ডিএসসিসির এক দপ্তর আদেশে এসব পরিবর্তনের কথা জানানো হয়। ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান বলেন, নামকরণ সংক্রান্ত কমিটির সুপারিশের ভিত্তিতে করপোরেশনের বোর্ড সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। পরে স্থানীয় সরকার বিভাগের অনুমোদন সাপেক্ষে নতুন নামগুলো চূড়ান্ত করা হয়েছে।  

২০১৯ সালের অক্টোবরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যার ঘটনায় সারাদেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। সেই স্মৃতিকে ধরে রাখতেই তার নামে রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কটির নামকরণ করা হয়েছে।  

যেসব স্থাপনার নাম পরিবর্তন হলো:  
বঙ্গবন্ধু এভিনিউ → শহীদ আবরার ফাহাদ এভিনিউ 
শেখ ফজলুল হক মণি সরণি → ইনার রিং সড়ক 
শেখ জামাল সরণি → ঝাউচর প্রধান সড়ক
শহীদ শেখ রাসেল শিশু পার্ক (কলাবাগান) → কলাবাগান শিশু পার্ক 
শহীদ শেখ রাসেল শিশু পার্ক (যাত্রাবাড়ী) → যাত্রাবাড়ী শিশু পার্ক 
মেয়র শেখ তাপস সেতু → কামরাঙ্গীরচর ব্রিজ
মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সামাজিক অনুষ্ঠান কেন্দ্র → গেন্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্র
মেয়র হানিফ ফ্লাইওভার → গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার
মেয়র হানিফ অডিটোরিয়াম → নগরভবন অডিটোরিয়াম

নতুন নামকরণের এই সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক পটপরিবর্তন এবং পূর্ববর্তী নামগুলোর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের প্রাসঙ্গিকতা পুনর্মূল্যায়নের বিষয়টি কাজ করেছে বলে জানা গেছে। কর্তৃপক্ষের দাবি, এতে জনগণের মধ্যে স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা বাড়বে।  

স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ এই পরিবর্তনকে ইতিবাচক হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এর রাজনৈতিক প্রভাব নিয়েও প্রশ্ন তুলেছেন। তবে, নতুন নামগুলোতে সরকারি কাজকর্ম ও নথিপত্রে দ্রুত পরিবর্তন আনা হবে বলে ডিএসসিসি সূত্রে জানানো হয়েছে।