কালিয়াকৈর উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তনের দাবিতে রেললাইন অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার সকাল ৯টা থেকে হাইটেক রেলওয়ে স্টেশনের কাছের রেললাইনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা লাল পতাকা হাতে বিক্ষোভ করেন। এর ফলে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, যার কারণে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
শিক্ষার্থীরা জানান, তারা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানালেও এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাই তাদের দাবির প্রতি কর্তৃপক্ষের উদাসীনতা দেখে তারা বাধ্য হয়ে রেললাইন অবরোধের সিদ্ধান্ত নিয়েছেন।
রেল চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন। বহু যাত্রী নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে ব্যর্থ হন। এ পরিস্থিতি মোকাবিলায় রেলওয়ে পুলিশ, কালিয়াকৈর থানা পুলিশ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শুরু করেন। তবে শিক্ষার্থীরা তাদের দাবির বিষয়ে সুস্পষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত রেললাইন ছেড়ে না দেওয়ার ঘোষণা দেন।
কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) যোবায়ের বলেন, "আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে শিক্ষার্থীদের বুঝিয়ে ক্যাম্পাসে ফিরিয়ে নিতে কাজ করছি। শিক্ষকরা তাদের সঙ্গে কথা বলছেন এবং দ্রুত রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।"
এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করে রেখেছেন এবং পরিস্থিতি সমাধানের জন্য কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।