সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে ১৪৪৬ হিজরি সনের রমজান মাস ২৯ দিনে শেষ হয়েছে। আগামীকাল রবিবার (৩১ মার্চ) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।
সৌদি আরবের রাজধানী রিয়াদে স্থানীয় সময় সন্ধ্যায় চাঁদ দেখা যায় বলে ইনসাইট দ্যা হারামাইনের ফেসবুক পেজে জানানো হয়েছে। আরবি বর্ষপঞ্জি অনুযায়ী, শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতর পালন করা হয়।
এদিকে, বাংলাদেশে ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের জন্য আজ রোববার (৩০ মার্চ) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সন্ধ্যা সাড়ে ৬টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
বাংলাদেশে ঈদুল ফিতর পালনের তারিখ চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। দেশের বিভিন্ন স্থানে চাঁদ দেখা গেলে বাংলাদেশেও রবিবার ঈদ উদযাপিত হতে পারে। তবে চাঁদ না দেখা গেলে সোমবার (৩১ মার্চ) ঈদ পালন করা হবে।
উল্লেখ্য, ঈদুল ফিতর মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। রমজান মাসের সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিন আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে ঈদুল ফিতর পালন করা হয়।