সকল খবর দেশের খবর

ছাত্রদলের 'মার্চ ফর জাস্টিস' কর্মসূচি শুরু হলো

নিজস্ব প্রতিবেদক, অনিন্দ্যবাংলা

প্রকাশ : ১৮-১-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৭৬

নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারসহ কয়েকটি দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

আজ শনিবার বিকাল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে এ পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি শাহবাগ, টিএসসি হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে।

পদযাত্রায় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ অন্য নেতারা উপস্থিত আছেন।

ছাত্রদলের অন্য দাবির মধ্যে রয়েছে ‌‘ছাত্রলীগের সন্ত্রাসীদের’ সাজা নিশ্চিত করা, জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা নেওয়া।

পদযাত্রা থেকে নেতাকর্মীরা ছাত্রলীগ ও আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছেন। নেতাকর্মীদের হাতে ‘জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড’; ‘সে নো টু মবোক্রেসি’; ‘স্টপ মব জাস্টিস’; ‘ক্রিমিনাল হ্যাভ নো প্লেস ইন ক্যাম্পাস’; ‘আওয়ামী সিনেট-সিন্ডিকেট, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান সংবলিত প্ল্যাকার্ড রয়েছে।