বুধবার (১ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। এতে অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহতের খবর পাওয়া গেছে।
আহতদের মধ্যে যাদের নাম জানা গেছে, তারা হলেন- রাহাত সওদাগর (১৭),আবু হানিফ (২২), সাকিল (২২), তুষার সওদাগর (২৫), রাসেল (২৫), শাহজাহান (৩৮), আয়মান (২৬), মনিরুল (২২), কাওসার (২৭), ইমরান (২৯), সোলাইমান শেখ (৪৫), ইয়াছিন (২০)। আহতদের মধ্যে রাহাত সওদাগর ও আবু হানিফের অবস্থা গুরুতর। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাছাড়া অন্তত আরও ২০ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
জানা গেছে, ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেড়া পৌর ছাত্রদলের পুর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টার দিকে শোভাযাত্রার আয়োজন ছিল। মিছিলটি বেড়া বাজার থেকে কাদের ডাক্তারের মোড়ের দিকে যাওয়ার পথে মিছিলের সামনের সারিতে অবস্থান করাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে মিছিলের পেছনে থাকা বনগ্রাম সওদাগর পাড়ার কর্মীদের সাথে শেখপাড়া মহল্লার কর্মীদের হাতাহাতি শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়, জড়িয়ে পড়ে দুই পক্ষ। প্রায় দুই ঘণ্টা ধরে চলে সংঘর্ষ। সবশেষ বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোরশেদুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর দুই প্লাটুন সদস্য, বেড়া সাঁথিয়া ও আমিনপুর থানার পুলিশ দেড়টার দিকে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বেড়া থানার ওসি অলিউর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে কাজ করেছে সেনাবাহিনীর দুই প্লাটুন সদস্য, বেড়া-সাঁথিয়া ও আমিনপুর থানা পুলিশ। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে।