অন্যান্য খবর রাজনীতি

ছাত্রলীগ সভাপতির গ্রেপ্তার 'শেখ হাসিনায় আস্থা' লিফলেট বিতরণে

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ১৮-৬-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫১০৫

ফরিদপুরের সদরপুর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘ছাত্রলীগ’-এর সভাপতি মশিউর রহমান মিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ জুন) রাত ১১টার দিকে উপজেলার আকোটের চর ইউনিয়নের মনিকোঠা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত মিম সদরপুর উপজেলার বাছের বেপারী ডাংগী গ্রামের মোন্নাফ বেপারীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মনিকোঠা বাজার এলাকায় অভিযান চালিয়ে মিমকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। চলতি বছরের ২ ফেব্রুয়ারি জয়বাংলা বাজার এলাকায় “শেখ হাসিনায় আস্থা” শীর্ষক লিফলেট বিতরণে উসকানিমূলক ভূমিকার অভিযোগে দায়ের করা একটি মামলায় তার পরোক্ষ সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান জানান, সরকারবিরোধী কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনার অভিযোগে মশিউর মিম পুলিশের নজরদারিতে ছিলেন। সম্প্রতি তিনি ফের এলাকায় ফিরে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়ানোর চেষ্টা করছিলেন। তার বিরুদ্ধে থাকা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মিমের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। প্রয়োজনে তার বিরুদ্ধে আরও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।