বাংলাদেশ পুলিশের আইজিপি বাহারুল আলম জানিয়েছেন, রাজধানী ঢাকাসহ বিভিন্ন শহরে ছিনতাইয়ের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে পুলিশ ছিনতাই রোধে তিনটি বিশেষায়িত ইউনিট দ্রুত মাঠে নামাবে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাজশাহীর প্রাইমারি ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত আইন প্রয়োগ বিষয়ক এক কর্মশালায় তিনি এ ঘোষণা দেন।
আইজিপি বলেন, “রাতে এবং দিনে ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। আমরা এই বিষয়টি গুরুত্বসহকারে নোটিশে নিয়েছি এবং এর জন্য একটি বিশেষ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র্যাব এবং এন্টি টেরোরিজম ইউনিট যৌথভাবে পেট্রোলিং করবে, যা আজ থেকেই কার্যকর হবে।” তিনি আরও বলেন, “আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করবো, যদি উন্নতি না ঘটে তবে অন্য কৌশলে ব্যবস্থা নেওয়া হবে।”
এ সময় আইজিপি বলেন, “একটি গোষ্ঠী চাচ্ছে না দেশে স্থিতিশীল পরিবেশ থাকুক, তারা দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে। তবে বর্তমান সরকার মানবাধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে গুরুত্বপূর্ণ অপরাধীরা গ্রেপ্তার হচ্ছে।”
আইজিপি আরো বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে এবং জনগণকে নিরাপদ রাখতে বিভিন্ন কৌশল গ্রহণ করবে।