সকল খবর দেশের খবর

ছয় দফা দাবিতে সাতরাস্তা অবরোধ পলিটেকনিক শিক্ষার্থীদের!

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ১৬-৪-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৩৫

ছয় দফা দাবি আদায়ে রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে সকাল থেকে সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’ ব্যানারে এ আন্দোলনে অংশ নিচ্ছেন সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ (টিএসসি) সহ বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের আওতাভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বুধবার সকাল ১০টার কিছু আগে থেকে প্রায় এক হাজার শিক্ষার্থী সাতরাস্তা মোড়ে অবস্থান নেন। তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে রাস্তা অবরোধ করেন, ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

দাবিগুলোর মধ্যে রয়েছে:
১. বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটসমূহে ল্যাব সুবিধা নিশ্চিত করা এবং যেসব প্রতিষ্ঠান এই সুবিধা দিতে ব্যর্থ হবে, সেগুলো বন্ধ ঘোষণা করা।
২. অতিরিক্ত অর্থ আদায়ের অনিয়ম বন্ধ করা এবং আর্থিক হয়রানি বন্ধে বোর্ডের কার্যকর পদক্ষেপ।
৩. বেসরকারি পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট বাবদ অর্থ বরাদ্দ নিশ্চিত করা।
৪. শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন ও সিলেবাস আধুনিকায়ন।
৫. চাকরির বাজারের চাহিদা অনুযায়ী কারিগরি শিক্ষা ব্যবস্থা পুনর্বিন্যাস।
৬. শিক্ষা প্রতিষ্ঠান ও বোর্ড কর্তৃক হয়রানিমূলক আচরণের প্রতিবাদ এবং তা বন্ধে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন।

শিক্ষার্থীরা জানান, এসব দাবির বিষয়ে আগেও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। তবে এখনো কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় তারা ফের রাজপথে নেমেছেন।

আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, “আমরা শুধু চাই সমান সুযোগ। সরকারি পলিটেকনিকে যেটা দেওয়া হয়, আমাদেরও সেটা দিতে হবে। আমাদের দক্ষতা বাড়ানোর জন্য ল্যাব দরকার, প্রশিক্ষণ দরকার—কিন্তু এসব কিছুতেই আমরা পিছিয়ে আছি।”

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শামীমুর রহমান বলেন, “সাতরাস্তা মোড়ে প্রায় এক হাজার শিক্ষার্থী অবস্থান নিয়েছে। তারা আগের মতোই ছয় দফা দাবিতে আন্দোলন করছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশ মোতায়েন করেছি।”

এদিকে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে এবং প্রয়োজনে আরও বড় কর্মসূচি দেওয়া হবে।