সকল খবর বিদেশের খবর

রাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত: ৪৯ আরোহীর সবাই নিহত

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ২৪-৭-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০২১

রাশিয়ায় ৪৯ জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনায় বিমানের সব যাত্রী ও ক্রু সদস্য প্রাণ হারিয়েছেন বলে দেশটির গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে। দুর্ঘটনাটি দেশটির পূর্বাঞ্চলীয় আমুর অঞ্চলে ঘটেছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) স্থানীয় সময় সকালে রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানায়, সাইবেরিয়াভিত্তিক আঙ্গারা এয়ারলাইনসের একটি এএন-২৪ মডেলের বিমান আমুর অঞ্চলের টাইন্ডা শহরের উদ্দেশে যাত্রা করেছিল। তবে আকাশে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং প্রাথমিকভাবে একে নিখোঁজ ঘোষণা করা হয়।

পরে রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, আমুর অঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। সেখানে পৌঁছানো উদ্ধারকর্মীরা নিশ্চিত করেন, বিমানের কাউকে জীবিত পাওয়া যায়নি।

রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাস জানিয়েছে, অবতরণের সময় ক্রুদের ভুল এবং খারাপ আবহাওয়ার কারণে কম দৃশ্যমানতাকে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে প্রাথমিকভাবে বিবেচনা করা হচ্ছে।

দুর্ঘটনার পর আমুর অঞ্চলের আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ এক বিবৃতিতে জানান, বিমানটিতে পাঁচ শিশুসহ ৪৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য ছিলেন। তবে দেশটির জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের ভিন্ন তথ্যে বলা হয়, বিমানটিতে মোট আরোহীর সংখ্যা ছিল ৪০ জন।

দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানের ফ্লাইট রেকর্ডার (ব্ল্যাক বক্স) উদ্ধার করে পরীক্ষার জন্য মস্কোয় পাঠানো হবে।

উল্লেখ্য, রাশিয়ায় পুরনো সোভিয়েত যুগের তৈরি বিমান এখনো বহুল ব্যবহৃত হচ্ছে। তবে এসব বিমানের রক্ষণাবেক্ষণ ও আধুনিকীকরণ নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছেন বিমান নিরাপত্তা বিশ্লেষকরা।