ঢাকা থেকে রাজশাহী গামী চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনার পর টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ জন ডাকাতকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের কাছ থেকে লুট হওয়া নগদ টাকা এবং কিছু মালামাল উদ্ধার করা হয়েছে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন আজ শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ডাকাতি ও শ্লীলতাহানি বিষয়ক আরও বিস্তারিত তথ্য শিগগিরই জানানো হবে।
এদিকে, চলন্ত বাসে এ বর্বর ঘটনার তিনদিন পর টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা দায়ের করা হয়। গতকাল শুক্রবার, নাটোরের বড়াইগ্রাম উপজেলার চকবড়াইগ্রামের মোজাহার আলীর ছেলে ওমর আলী বাদী হয়ে মামলাটি করেন। মামলার নম্বর ১৭।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৭ ফেব্রুয়ারি মধ্যরাতে ঢাকা-রাজশাহী-চাপাই রোডে যাত্রীবাহী বাস (ময়মনসিংহ-ব-১১-০০১১) চলন্ত অবস্থায় প্রায় তিন ঘণ্টা ধরে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল বাসের যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন এবং মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। একই সময় নারী যাত্রীদের শ্লীলতাহানি চালায় ডাকাত সদস্যরা, যা অত্যন্ত জঘন্য ও অমানবিক।
এই ঘটনায় ডাকাতির শিকার যাত্রীরা এখন আতঙ্কিত, এবং স্থানীয় জনগণ এর সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন। পুলিশ কর্মকর্তারা জানিয়েছে, এ ঘটনার পেছনে আরো কিছু অভিযুক্ত ব্যক্তির সন্ধান চলছে।