অন্যান্য খবর আইন-আদালত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থী-স্থানীয় সংঘর্ষে উত্তেজনা, আহত অন্তত ২০, স্থগিত সব পরীক্ষা

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ৩১-৮-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০০২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলাকায় শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ফের সহিংস সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (৩১ আগস্ট) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন লন্ডনি বিল্ডিং এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। এতে প্রক্টরসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সংঘর্ষে শিক্ষার্থীদের ওপর তিনটি দিক থেকে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। উভয় পক্ষ ইটপাটকেল ও লাঠিসোটা নিয়ে একে অপরের ওপর আক্রমণ চালালে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বেশ কিছু শিক্ষার্থীকে স্থানীয়দের বাড়িঘরের দিকে পাথর ছুড়তেও দেখা গেছে।

ঘটনার সূত্রপাত শনিবার (৩০ আগস্ট) রাতে ঘটে। রাত সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী তার ভাড়া বাসায় প্রবেশ করতে গেলে বাসার দারোয়ান তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। শিক্ষার্থীদের উপস্থিতি টের পেয়ে দারোয়ান পালিয়ে গেলেও, এরপর স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জড়ো হয়ে শিক্ষার্থীদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে, রাত ১২টার পর থেকে ২ নম্বর গেট এলাকা এবং তার আশপাশে ধারাবাহিকভাবে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীদের লক্ষ্য করে ধারালো অস্ত্র নিয়ে হামলারও ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সংঘর্ষের কারণে আজ রোববার সকাল থেকেই পুরো ক্যাম্পাসে চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজকের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত থাকলেও পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগে। প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের ধৈর্য ধরতে এবং উত্তেজনা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে চবি প্রশাসন জানিয়েছে, ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণে থাকবে প্রশাসন।