অন্যান্য খবর রাজনীতি

ডাকসু নির্বাচন ঘিরে তিন স্তরের নিরাপত্তা, ভোটগ্রহণ মঙ্গলবার

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ৮-৯-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫১০১

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)। নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাসে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। টানা তিন দিন—সোমবার থেকে বুধবার পর্যন্ত—বিশ্ববিদ্যালয় এলাকায় তিন স্তরের নিরাপত্তা বলয়ে দায়িত্ব পালন করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নির্বাচন উপলক্ষে টিএসসি মোড়ে স্থাপন করা হয়েছে পুলিশ কন্ট্রোল রুম। রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম সোমবার সাংবাদিকদের বলেন, "নির্বাচন ঘিরে প্রার্থীদের প্রচার-প্রচারণার কাজ সম্পন্ন হয়েছে। আশা করছি, ডাকসু নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।"

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়জুড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। টহল টিম, কেন্দ্রভিত্তিক নিরাপত্তা এবং গোয়েন্দা নজরদারি—সব মিলিয়ে তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পুলিশের পাশাপাশি অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীও সার্বক্ষণিকভাবে সতর্ক রয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়।

ডিসি মাসুদ বলেন, "বিশ্ববিদ্যালয়ের সীমানাজুড়ে টহল জোরদার করা হয়েছে। ভোটকেন্দ্রের আশপাশেও পুলিশের অবস্থান রয়েছে। কোনোভাবেই যেন নির্বাচনে ব্যাঘাত না ঘটে, সে লক্ষ্যে আমরা সর্বোচ্চ প্রস্তুত।"

এদিকে, ডাকসু নির্বাচন কমিশনের (ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা) তত্ত্বাবধানে নিরাপত্তা ব্যবস্থাপনার সার্বিক দিক দেখভাল করছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কাজ করছে পুলিশ।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সকলকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।