সকল খবর ভূমি বিষয়ক খবর

দেশে ৫ লাখের বেশি নামজারি আবেদন পেন্ডিং !

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ৮-৩-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০২৯

দেশের ৮ বিভাগের ৬৪ জেলায় ৫ লাখ ৬ হাজার ৮৭টি নামজারি আবেদন দীর্ঘদিন ধরে পেন্ডিং হয়ে রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ঢাকা বিভাগে, যেখানে ১ লাখ ৩৪ হাজার ৪৮২টি আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। ভূমি মন্ত্রণালয় এসব পেন্ডিং আবেদন আগামী ১৩ মার্চের মধ্যে নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগের পাশাপাশি খুলনায় ৮২ হাজার ৯১৮, চট্টগ্রামে ৭৮ হাজার ৮০৫, রাজশাহীতে ৬৬ হাজার ৩০০, রংপুরে ৫২ হাজার ৫৮০, ময়মনসিংহে ৩৭ হাজার ৩৮৪, বরিশালে ২৯ হাজার ৪১৮ এবং সিলেট বিভাগে ২৪ হাজার ২০০টি নামজারি আবেদন পেন্ডিং রয়েছে।

এই প্রসঙ্গে ভূমি মন্ত্রণালয় সম্প্রতি দেশের সকল সহকারী কমিশনার (ভূমি) এর কাছে একটি চিঠি পাঠিয়েছে। চিঠিতে জানানো হয়েছে যে, ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে পেন্ডিং আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করতে হবে। মন্ত্রণালয় জানায়, ২৬ নভেম্বর ২০২৩ পর্যন্ত মোট ৪ লাখ ২ হাজার ২৫১টি নামজারি আবেদন পেন্ডিং ছিল, তবে নতুন সিস্টেম চালুর পর এই সংখ্যা বেড়ে ৫ লাখ ৬ হাজার ৮৭টি হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, নতুন পদ্ধতি হিসেবে ১ ডিসেম্বর থেকে উন্নততর ভার্সন চালু হয়েছে, যার মাধ্যমে ভূমিসেবা আরও সহজ এবং দ্রুত পাওয়া যাবে। তবে, এখনও অনেক আবেদন নিষ্পত্তির প্রক্রিয়া ধীরগতির। ফলে, নাগরিকরা নানা ধরনের সমস্যা ও জটিলতার সম্মুখীন হচ্ছেন এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এই অবস্থায়, পেন্ডিং আবেদন নিষ্পত্তি করতে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে।

নামজারি বা মিউটেশন হল জমির মালিকানা পরিবর্তন করা। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যা জমির রেকর্ড আপডেটের মাধ্যমে মালিকানা পরিবর্তন নিশ্চিত করে। ই-নামজারি পদ্ধতি চালু হওয়ার পর এই প্রক্রিয়া ডিজিটালভাবে সম্পন্ন হচ্ছে এবং সাধারণত ২৮ দিনের মধ্যে এটি সম্পন্ন হওয়া উচিত। কিন্তু বর্তমানে, গড় সময় ৩৩ থেকে ৪৭ দিন পর্যন্ত বাড়িয়ে দিয়েছে।

ভূমি মন্ত্রণালয় আশা করছে, এই পদক্ষেপগুলো কার্যকর হলে পেন্ডিং আবেদন দ্রুত নিষ্পত্তি হবে এবং দেশের ভূমি ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা ও সহজতা আসবে।