বাংলাদেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ এবং নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬৬৫ জন। রবিবার জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
এসময় সিইসি বলেন, "নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের প্রতিশ্রুতি জাতিকে দিয়েছে। আমরা বিশ্বাস করি, দেশের জনগণের অকুণ্ঠ সমর্থন নির্বাচন কমিশনের প্রতি রয়েছে। আমরা একটি ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন প্রদান করতে জাতিকে প্রতিশ্রুতি দিয়েছি।"
তিনি আরও জানান, "জানুয়ারি মাসে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদে উদ্যোগ নেওয়া হয়েছে এবং বর্তমানে ডাটা এন্ট্রি চলছে।"
এছাড়া, ভোটার দিবসের উদ্বোধন ঘোষণার পর একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে অনুষ্ঠিত হয়।
এদিনের অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সদস্যবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তারা এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন, যা ভোটারের সচেতনতা বাড়াতে সহায়ক ভূমিকা পালন করবে।