সকল খবর দেশের খবর

দেশে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনা সদস্যদের যে বার্তা দিলেন সেনাপ্রধান

অনিন্দ্যবাংলা :

প্রকাশ : ২৪-২-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৮৭

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সেনা সদস্যদের নির্দেশ দিয়েছেন যে, দেশের শান্তি ও শৃঙ্খলা রক্ষা করতে তারা যতদিন না নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করছে, ততদিন ধৈর্যের সাথে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি, তিনি বল প্রয়োগে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এবং অতিরিক্ত বল প্রয়োগ না করার বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরেন।

আজ সোমবার সাভার সেনানিবাসের ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন। সেনাপ্রধান আরো বলেন, ‘‘বল প্রয়োগ কখনোই একেবারে অপ্রয়োজনীয় বা অতিরিক্ত হওয়া উচিত নয়। কাজের সময় যতটা সম্ভব কম বল প্রয়োগের মাধ্যমে কাজ সম্পন্ন করা উচিত।’’

এছাড়া, জেনারেল ওয়াকার তার বক্তব্যে বলেন, ‘‘দেশ ও জাতির স্বার্থে আমাদেরকে কাজ করে যেতে হবে যতদিন না আমরা একটি নির্বাচিত সরকার পেয়ে দেশের শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করি।’’

অনুষ্ঠানে তিনি ফায়ারিং প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করেন এবং উল্লেখ করেন যে, একজন সেনাসদস্যের পেশাগত উৎকর্ষ অর্জনে ফায়ারিংয়ের দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি সেনাবাহিনীর মৌলিক প্রশিক্ষণের অংশ। প্রতিবছর এই প্রতিযোগিতা সেনা সদস্যদের দক্ষতা বৃদ্ধি ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এছাড়া, দীর্ঘ সময় পর নিজে ফায়ারিং রেঞ্জে গুলি চালানোর অনুশীলনেও অংশগ্রহণ করবেন বলে জানান সেনাপ্রধান।