মঙ্গলবার (১৮ মার্চ) সকালে যমুনা নদীর ওপর নির্মিত দেশের দীর্ঘতম রেলসেতু ‘যমুনা রেলসেতু’র উদ্বোধন করা হয়েছে। রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম সেতু পূর্ব ইব্রাহিমাবাদ স্টেশন এলাকায় পায়রা ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এ সেতুটি উদ্বোধন করেন।
দুপুর ১২টার দিকে টাঙ্গাইলের ভুয়াপুর ইব্রাহিমাবাদ স্টেশন থেকে একটি বিশেষ ট্রেন পশ্চিমপারের সিরাজগঞ্জের সয়দাবাদ স্টেশনের দিকে যাত্রা করে। এই ট্রেনের মাধ্যমে সেতুটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
যমুনা রেলসেতু উদ্বোধনের ফলে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ আরও সহজ ও দ্রুততর হবে বলে আশা করা হচ্ছে। এটি দেশের রেল যোগাযোগ ব্যবস্থায় একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
সেতুটি নির্মাণের মাধ্যমে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াত, পণ্য পরিবহন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এছাড়াও, এটি দেশের রেল নেটওয়ার্কের সম্প্রসারণ ও আঞ্চলিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
যমুনা রেলসেতু দেশের যোগাযোগ খাতে একটি যুগান্তকারী সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। এর মাধ্যমে দেশের রেল যোগাযোগ ব্যবস্থা আরও আধুনিক ও কার্যকর হবে বলে আশা করা যাচ্ছে।