অন্যান্য খবর ধর্ম ও দর্শন

ঢাবির জগন্নাথ হলে সরস্বতী পূজায় ৭৪ মণ্ডপ

নিজস্ব প্রতিবেদক, অনিন্দ্যবাংলা

প্রকাশ : ৩-২-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৬৫

অনিন্দ্যবাংলা : আজ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। এই উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে আয়োজন করা হয়েছে পূজার এক বিশাল আয়োজন, যেখানে এবার ৭৪টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। হল প্রশাসন, বিভিন্ন বিভাগ এবং ইনস্টিটিউটের পক্ষ থেকে প্রায় ৭৪টি পূজামণ্ডপে দেবী সরস্বতীর আরাধনা করা হচ্ছে।

গতকাল রাতভর জগন্নাথ হলের মাঠে পূজার প্রস্তুতি চলছিল। দেবীর মূর্তি স্থাপন এবং মণ্ডপ নির্মাণের কাজ শেষ মুহূর্তে চলে, যেখানে বিভাগের পূজা কমিটির উপস্থিতিতে লটারির মাধ্যমে মণ্ডপের স্থান নির্ধারণ করা হয়েছে। মণ্ডপ তৈরির কাজ প্রায় শেষ, তবে কিছু মণ্ডপের কাজ চলবে সকালে।

জগন্নাথ হলের প্রাধ্যক্ষ এবং পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি অধ্যাপক দেবাশীষ পাল বলেন, “এ বছর হলের পক্ষ থেকে একটি, বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের পক্ষ থেকে ৭২টি এবং জগন্নাথ হলের কর্মকর্তা-কর্মচারীদের সংগঠনের পক্ষ থেকে একটি মণ্ডপ বসানো হয়েছে। মোট ৭৪টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।”

এ বছর পূজার আয়োজনে নতুন আঙ্গিকের সঙ্গে কিছু বিশেষ কর্মসূচি রাখা হয়েছে। হলের উপাসনালয়ে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, রক্তদান কর্মসূচি, এবং চিত্তবিনোদনমূলক রাইড ও খেলার আয়োজন রাখা হচ্ছে। এছাড়া আগত দর্শনার্থীদের জন্য বিশুদ্ধ খাবার ও খেলার স্টলও স্থাপন করা হয়েছে।

এবারের পূজার আয়োজনে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এবং নিরাপত্তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ, এনএসআই, শাহবাগ থানা, ফায়ার সার্ভিস, বর্ডার গার্ড বাংলাদেশসহ বিভিন্ন নিরাপত্তা সংস্থা কাজ করছে। প্রাধ্যক্ষ দেবাশীষ পাল আশা প্রকাশ করেছেন যে, এই আয়োজন শহরের সবচেয়ে বড় পূজার আয়োজন হতে যাচ্ছে এবং এটি একটি সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেবে।

এছাড়া, তিনি উল্লেখ করেছেন, "এই আয়োজন নতুন বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরবে, যা বৈষম্যহীন ও সমৃদ্ধিশালী সমাজ গঠনের লক্ষ্যে একটি বৃহত্তর বার্তা দেবে।"