রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কাছে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল। আহত হয়েছেন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ শতাধিক মানুষ।
বিমান বিধ্বস্তের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এখনও সেখানে উদ্ধার কার্যক্রম চলছে। হতাহতদের নিকটস্থ হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে।
আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। উড্ডয়নের কিছু সময় পর, দুপুর ১টা ১৫ মিনিটের দিকে, বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার দিয়াবাড়ি এলাকায় বিধ্বস্ত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানটি হঠাৎ বিকট শব্দ করে নিচে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। বিকট বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।
ঘটনাস্থল পরিদর্শনে এসে ফায়ার সার্ভিস প্রধান বলেন, "বিমানটি শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের আবাসিক এলাকায় বিধ্বস্ত হওয়ায় হতাহতের সংখ্যা বেড়ে যায়। উদ্ধারকাজ চলছে এবং আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলা করছি।"
দুর্ঘটনার কারণ সম্পর্কে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারাও রয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ বিমানবাহিনীর কয়েকটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার শিকার হয়েছে, যা নতুন করে যুদ্ধবিমান পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছে।