সকল খবর ভূমি বিষয়ক খবর

"ডিজিটাল যুগে সততা ও দক্ষতায় ভূমি সেবা"

নিজস্ব প্রতিবেদক, অনিন্দ্যবাংলা

প্রকাশ : ৩০-১-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৮১

অনিন্দ্যবাংলা ডেস্ক: ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, "ডিজিটাল ভূমি সেবা প্রদান করতে হলে, ডিভাইসের পেছনে যে মানুষটি কাজ করবে, তারও সততা ও নিষ্ঠা থাকতে হবে।" তিনি মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর ভূমি ভবনে অটোমেটেড ভূমি সেবার জন্য নতুন সফটওয়্যারের দ্বিতীয় ভার্সনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

অনুষ্ঠানে আলী ইমাম মজুমদার আরও বলেন, “মানুষের জীবন ভূমি ব্যবস্থাপনার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। ভূমির ওপর মানুষের অধিকার সার্বজনীন এবং এই অধিকার নিশ্চিত করতে ভূমিসেবায় ডিজিটাইজেশন কার্যক্রম শুরু করা হয়েছে। ভূমি ব্যবস্থাপনার স্বচ্ছতা, নিরাপত্তা ও আধুনিকায়নের মাধ্যমে সমাজের অর্থনৈতিক জীবনযাত্রায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।"

ভূমি উপদেষ্টা উল্লেখ করেন, "ডিজিটাল ভূমিসেবা কার্যক্রমে স্বচ্ছতা আনতে এবং সঠিক সেবা দিতে, প্রশিক্ষণ প্রাপ্ত কর্মকর্তাদের জনগণের সঙ্গে আন্তরিকতা ও সৎভাবে দায়িত্ব পালন করতে হবে। সঠিকভাবে সেবা দিয়ে মন্ত্রণালয়ের প্রতি জনগণের ইতিবাচক ভাবমূর্তি সৃষ্টি করতে হবে।”

এ সময় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, "পূর্বে সার্ভারের ধীরগতির কারণে কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছিল, তবে বর্তমানে সফটওয়্যারগুলো আরও গতিসম্পন্ন হয়েছে এবং নাগরিকরা এখন সহজে নামজারি, ভূমি উন্নয়ন কর এবং খতিয়ান সেবা নিতে পারছেন।"

তিনি আরও বলেন, “সেবা গ্রহিতাদের সঙ্গে ভালো আচরণ করা, আন্তরিকতার সঙ্গে সেবা প্রদান এবং মানসম্মত সেবা দেওয়ার জন্য কর্মীদের সম্মাননা দেওয়া হবে।”

অনুষ্ঠানে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এজেএম সালাউদ্দিন নাগরী, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) মুহাম্মদ ইব্রাহিমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে, উপদেষ্টা ড্রোনের মাধ্যমে লাইভ জরিপ কার্যক্রম প্রদর্শনী দেখেন এবং ভূমি ভবনের নিচতলায় নাগরিক ভূমিসেবা কেন্দ্র পরিদর্শন করেন।

ডিজিটাল ভূমি সেবায় সততা ও দক্ষতা প্রতিষ্ঠা করতে ভূমি মন্ত্রণালয় অবিচলভাবে কাজ করে যাচ্ছে।