সকল খবর দেশের খবর

দিল্লির এখনো জবাব নেই ইউনূস-মোদি বৈঠকে !

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ২৫-৩-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৫৬

বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের গুঞ্জন চরমে উঠেছে। বাংলাদেশ ইতোমধ্যে এ বৈঠকের জন্য প্রস্তুতির কথা জানালেও দিল্লি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি। তবে খুব শিগগিরই এ বিষয়ে ভারতের ইতিবাচক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (২৫ মার্চ) প্রধান উপদেষ্টার আসন্ন চীন ও থাইল্যান্ড সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন এ তথ্য জানান। তিনি বলেন, "যেকোনো দেশের সঙ্গে শীর্ষ পর্যায়ের বৈঠককে আমরা গুরুত্বের সঙ্গে দেখি। ভারতের সঙ্গে আমাদের বর্তমান সম্পর্কের প্রেক্ষাপটে এই সম্ভাব্য বৈঠক বিশেষ তাৎপর্য বহন করে। এটি অনুষ্ঠিত হলে দুই দেশের মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক স্থবিরতা দূর হওয়ার সম্ভাবনা রয়েছে।"

পররাষ্ট্র সচিব আরও জানান, "আমাদের পক্ষ থেকে বলতে পারি, আমরা এ বৈঠকের জন্য প্রস্তুত। এখন ভারতের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।"

তবে দিল্লি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সম্প্রতি এক সংসদীয় প্যানেলের বৈঠকে জানিয়েছেন, ড. ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির বৈঠকের অনুরোধ বিবেচনায় রয়েছে। তবে ভারতীয় গণমাধ্যমের কিছু প্রতিবেদনে বলা হয়েছে, বিমসটেক সম্মেলনের ফাঁকে দুই নেতার মধ্যে সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা থাকলেও পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় বৈঠকের পরিবেশ এখনো তৈরি হয়নি বলে মনে করছে নয়াদিল্লি।

এ অবস্থায় ঢাকা ইতিবাচক উত্তর পাওয়ার অপেক্ষায় রয়েছে। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই বৈঠক অনুষ্ঠিত হলে দুই দেশের পারস্পরিক সম্পর্ক নতুন মাত্রা পেতে পারে।