বুধবার (৯ জুলাই) দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ছয়টি অঞ্চলে দমকা অথবা ঝড়ো হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
এই কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, এমন পরিস্থিতিতে নদীপথে চলাচলকারী ছোট নৌযান ও যাত্রীদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রস্তুত থাকার অনুরোধ জানানো হয়েছে, যেন পরিস্থিতির অবনতি হলে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করা যায়।
আবহাওয়ার এই পরিবর্তন সাময়িক হলেও জনসাধারণকে প্রয়োজন ছাড়া নদী পথে যাত্রা না করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।