সকল খবর ময়মনসিংহের খবর

দুর্গাপুরে ভারতীয় কসমেটিক ও মদসহ এক নারী আটক!

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ২১-৪-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৫৪

নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের সাধুপাড়া এলাকায় পুলিশ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই কসমেটিকস ও মদ জব্দ করেছে। রোববার (২০ এপ্রিল) রাতে এ অভিযানে এক নারী চোরাচালানকারীকেও আটক করা হয়।

আটককৃত ওই নারীর নাম সোনিয়া আক্তার (৩৭)। তিনি সাধুপাড়া এলাকার রেজাউল মিয়ার স্ত্রী বলে জানা গেছে।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি অটো গাড়ি থেকে পাঁচটি বড় ব্যাগ উদ্ধার করা হয়, যেগুলোর ভেতরে রাখা ছিল ১০০ পিস ডাভ সাবান, ৪৫ পিস হেয়ার অয়েল, ৪০ পিস ঝান্ডুবাম, ৮০০ পিস টেলকম পাউডার এবং ৯০ বোতল অলিভ অয়েল।

এছাড়া অভিযান চলাকালীন সময়ে ওই এলাকায় পরিত্যক্ত অবস্থায় আরও একটি ব্যাগ থেকে ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান জানান, “চোরাচালান ও মাদক বিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে ভারতীয় কসমেটিকস ও মদ উদ্ধার করা হয়েছে। আটককৃত নারীকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মালামাল অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, এবং এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।