সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যাদের সম্পর্কে জনগণের মধ্যে দুর্নীতিবাজ হওয়ার ব্যাপক ধারণা রয়েছে, তাদের বিরুদ্ধে গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় গত ২০ মার্চ এ সংক্রান্ত একটি চিঠি সব সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং বিভিন্ন দপ্তরের প্রধানদের কাছে পাঠিয়েছে।
জনপ্রশাসন বিষয়ক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ নির্দেশনা দেওয়া হয়েছে। গত ৮ জানুয়ারি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে সভাপতি করে এই কমিটি গঠন করা হয়। কমিটির দ্বিতীয় সভায় গত ২০ ফেব্রুয়ারি দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
চিঠিতে বলা হয়েছে, মন্ত্রণালয়, বিভাগ এবং আওতাধীন দপ্তরে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে যাদের বিষয়ে জনমনে দুর্নীতিবাজ মর্মে ব্যাপক ধারণা রয়েছে, গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ নির্দেশনা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া দুর্নীতির বিরুদ্ধে সরকারের শূন্য সহনশীলতা নীতির প্রতিফলন হিসেবে এ পদক্ষেপকে দেখা হচ্ছে।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ, বদলি ও শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে পরামর্শ দিতে জনপ্রশাসন বিষয়ক কমিটি গঠন করা হয়। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দুর্নীতির অভিযোগে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
এ পদক্ষেপের মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দুর্নীতির মাত্রা কমিয়ে আনা এবং জনগণের আস্থা অর্জনের চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।