সকল খবর ময়মনসিংহের খবর

ঈদ পুনর্মিলনীতে ময়মনসিংহে প্রীতি ফুটবল ম্যাচ !

অনিন্দ্যবাংলা স্টাফ রিপোর্টার :

প্রকাশ : ৫-৪-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৭১

ঈদ পুনর্মিলনী উপলক্ষে ময়মনসিংহে অনুষ্ঠিত হলো এক জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ, যেখানে মুখোমুখি হয় সিনিয়র বনাম জুনিয়র দল। ফুটবলপ্রেমীদের উপচে পড়া ভিড়ে মুখরিত ছিল সার্কিট হাউজ মাঠ। শনিবার (৫ এপ্রিল) বিকেল ৩টায় শুরু হওয়া খেলায় শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় সিনিয়র দল—‘লিটন আকন্দ গ্রুপ’।

প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল জুনিয়র দল। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত কামব্যাক করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লিটন আকন্দ গ্রুপ এবং নির্ধারিত সময় শেষে জয় নিশ্চিত করে।

খেলার আয়োজন করে সোনালী অতীত ক্লাব, ময়মনসিংহ; সহায়তায় ছিল উদয়ন ফুটবল একাডেমি। ম্যাচ ঘিরে সারাদিন ছিল উৎসবমুখর পরিবেশ, যা ঈদের আনন্দকে আরও রঙিন করে তোলে।

খেলার ধারাভাষ্য প্রদান করেন ময়মনসিংহের জনপ্রিয় ক্রীড়া সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এনামুল হক আকন্দ লিটন। তিনি বর্তমানে ময়মনসিংহ দক্ষিণ জেলা কৃষকদলের আহ্বায়ক এবং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। খেলার প্রতি তার ভালোবাসা ও সরব উপস্থিতি উপস্থিত দর্শকদের মাঝে বাড়িয়ে তোলে উৎসাহ।

গ্যালারিতে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ। ম্যাচ শেষে দু'দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান আয়োজকরা এবং আগত অতিথিরা।

ঈদের খুশি, খেলাধুলার উন্মাদনা ও পুরনো বন্ধুদের পুনর্মিলন—সব মিলিয়ে এটি ছিল ময়মনসিংহবাসীর জন্য এক আনন্দঘন দিন।