সকল খবর ময়মনসিংহের খবর

ঈশ্বরগঞ্জ কলেজে চাঁদা দাবির ঘটনায় অধ্যক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ

অনিন্দ্যবাংলা :

প্রকাশ : ১-৩-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৪৯

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজের দুই প্রভাষকের কাছে শিক্ষামন্ত্রণালয়ের যুগ্মসচিব পরিচয়ে ২ লক্ষ টাকা দাবি করার অভিযোগ উঠেছে। কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল বিরুদ্ধে এই অভিযোগটি ঈশ্বরগঞ্জ থানায় দায়ের করা হয়েছে।

জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে অধ্যক্ষ মোস্তফা কামাল কলেজের প্রভাষক নীলকণ্ঠ আইচ মজুমদারকে ফোন করে একটি মোবাইল নম্বর দিয়ে জানান, "শিক্ষামন্ত্রণালয়ের যুগ্মসচিব আপনাকে খুঁজছেন, দয়া করে তাকে দ্রুত ফোন দিন।" একই সময় তিনি আরেক প্রভাষক মানিক চন্দ্র দেবনাথকেও একই ধরনের তথ্য দেন।

মানিক চন্দ্র দেবনাথ অধ্যক্ষের দেওয়া নম্বরে ফোন করে এবং অপর প্রান্তে থাকা ব্যক্তি নিজেকে শিক্ষামন্ত্রণালয়ের যুগ্মসচিব পরিচয় দিয়ে ২ লক্ষ টাকা দাবি করেন। ওই ব্যক্তি জানান, টাকা না দিলে মানসিক সমস্যা হতে পারে। তবে, ওই ফোনকলটি রেকর্ড করেন মানিক চন্দ্র দেবনাথ এবং পরে সন্দেহ হলে বিষয়টি থানায় লিখিত অভিযোগ হিসেবে দায়ের করেন।

অভিযোগের প্রেক্ষিতে, মানিক চন্দ্র দেবনাথ বলেন, "কলেজের শিক্ষকদের সাথে অধ্যক্ষের অসদাচরণ, শারীরিকভাবে লাঞ্ছনা ও নানা অনিয়মের কারণে গত ২৫ ফেব্রুয়ারি কলেজের সকল প্রভাষক মিলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করেছিল। আমি সন্দেহ করছি, এর প্রতিশোধ হিসেবে অধ্যক্ষ এই নাটকটি মঞ্চস্থ করেছেন। আমি তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।"

অধ্যক্ষ মোস্তফা কামাল এই অভিযোগ সম্পর্কে বলেন, “আমি শিক্ষামন্ত্রণালয়ের আঞ্চলিক অফিস থেকে ফোন পেয়ে ওই নম্বরটি পেয়েছি এবং জানানো হয়েছিল, এটি শিক্ষামন্ত্রণালয়ের যুগ্মসচিবের নম্বর।”

এখন পর্যন্ত এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা জানা যায়নি। তবে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে কলেজের অভ্যন্তরে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।