অন্যান্য খবর রাজনীতি

এক মাসের মধ্যে নির্বাচন রোডম্যাপ না দিলে পরবর্তী সিদ্ধান্ত নেবে রাজনৈতিক শক্তি

অনিন্দ্যবাংলা :

প্রকাশ : ১-৩-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৪৪

বাংলাদেশ জাতীয় নির্বাচন নিয়ে গাঢ় সংকটের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ দাবি করেছেন, এক মাসের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ প্রকাশ না হলে দেশের রাজনৈতিক শক্তিগুলো পরবর্তী সিদ্ধান্ত নেবে। শনিবার দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) মিলনায়তনে 'গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে খালেদা জিয়া এবং তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্ব' শীর্ষক আলোচনা সভা ও 'নন্দিত নেত্রী খালেদা জিয়া' বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “অন্তর্বর্তী সরকার নির্বাচন দেওয়ার কথা বলছে, কিন্তু বিদেশে সংবাদ সম্মেলন করে নির্বাচনের কথা বলার পরিবর্তে, আপনাকে দেশে এসে সংবাদ সম্মেলন করে নির্বাচন রোডম্যাপ ঘোষণা করতে হবে। এক মাসের মধ্যে রোডম্যাপ না দিলে, রাজনৈতিক শক্তিগুলো বসে পরবর্তী সিদ্ধান্ত নেবে।”

তিনি আরও বলেন, “যারা গণপরিষদ নির্বাচন ও দ্বিতীয় রিপাবলিকের কথা বলছেন, তারা হয় না তো গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে অজ্ঞ, না হয় ইচ্ছাকৃতভাবে গণতন্ত্রকে দীর্ঘায়িত করার ষড়যন্ত্রে লিপ্ত।”

এছাড়া, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যারা আলোচনা করছেন তাদের উদ্দেশে সালাহউদ্দিন আহমেদ বলেন, "৫ আগস্টের স্থানীয় নির্বাচনগুলো কি মেম্বার ও চেয়ারম্যান নির্বাচনের জন্য ছিল? এগুলো মূলত গণতান্ত্রিক প্রক্রিয়াকে দীর্ঘায়িত করার চক্রান্ত।"

তিনি আরও বলেন, “গণ-অভ্যুত্থানের পর সুস্থধারার রাজনীতিতে আওয়ামী লীগ আর কখনো ফিরতে পারবে না। যদি দলটি আবারও রাজনীতির সুযোগ পায়, তা হলে সেটি আমাদের রাজনৈতিক ব্যর্থতা হবে।”

এছাড়া, তিনি বলেন, “৫ আগস্ট নির্ধারণ হয়ে গেছে, দেশের মানুষ আর আওয়ামী লীগের রাজনীতি চায় না। এখনও সেই দলটি বিচারের আওতায় আসেনি, শুধু মুখে বলছে অন্তর্বর্তী সরকার নিয়ে আলোচনা করার কথা।”

সালাহউদ্দিন আহমেদ তার বক্তব্যে বিএনপি ও এর নেতাদের দীর্ঘদিনের সংগ্রাম ও রাজনৈতিক ভূমিকার ওপরও আলোকপাত করেন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের অবস্থান পরিষ্কার করেন।