সকল খবর দেশের খবর

একজনের নামে ১০টির বেশি সিম নয়; ৬৭ লাখ অতিরিক্ত সিম বাতিলের সিদ্ধান্ত

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ৮-৭-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৩০

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সিদ্ধান্ত নিয়েছে, একজন গ্রাহক তার নামে সর্বোচ্চ ১০টি সিম ব্যবহার করতে পারবেন। যেসব গ্রাহকের নামে ১০টির বেশি সিম নিবন্ধিত রয়েছে, তাদের অতিরিক্ত সিমগুলো আগামী ১৫ আগস্ট থেকে ধাপে ধাপে নিষ্ক্রিয় বা বন্ধ করে দেওয়া হবে। বিটিআরসির তথ্য অনুযায়ী, এ সিদ্ধান্ত কার্যকর হলে প্রায় ২৬ লাখ গ্রাহকের নামে থাকা ৬৭ লাখ অতিরিক্ত সিম বন্ধ হয়ে যাবে।

বিটিআরসি জানিয়েছে, এই নতুন সীমা কার্যকরের আগে ১৫ জুলাইয়ের মধ্যে মোবাইল অপারেটরসহ সংশ্লিষ্ট সব পক্ষকে আনুষ্ঠানিক নির্দেশনা দেওয়া হবে। যেসব গ্রাহকের নামে ১০টির বেশি সিম রয়েছে, তাদের তালিকা তৈরি করে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরদের কাছে পাঠানো হবে। এরপর অপারেটররা সংশ্লিষ্ট গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করে জানতে চাইবে, কোন ১০টি সিম তারা রাখতে চান। নির্ধারিত সময়ের মধ্যে গ্রাহকরা পছন্দের সিম নির্ধারণ না করলে, স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত সিমগুলো বন্ধ করে দেওয়া হবে।

প্রসঙ্গত, ২০১৭ সালে বিটিআরসি প্রথমবারের মতো একজন গ্রাহকের জন্য সর্বোচ্চ ১৫টি সিম ব্যবহারের সীমা নির্ধারণ করে। যদিও ২০২২ সালে সিম নিবন্ধন পদ্ধতি হালনাগাদ করা হয়, তবে তখনও সিম ব্যবহারের সীমা অপরিবর্তিত রাখা হয়েছিল। এবার সীমা কমিয়ে ১০টিতে নামিয়ে আনার পেছনে মূল কারণ হিসেবে সিমের অপব্যবহার, জালিয়াতি ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধ এবং টেলিযোগাযোগ ব্যবস্থায় শৃঙ্খলা নিশ্চিত করার বিষয়টি উল্লেখ করেছে বিটিআরসি।

বিটিআরসির সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের মার্চ পর্যন্ত দেশে মোট ১৮ কোটি ৬২ লাখ সক্রিয় সিম রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ সিম ১০টির বেশি সীমা লঙ্ঘন করে নিবন্ধিত রয়েছে, যা এবার বাতিলের আওতায় আসছে।