সকল খবর দেশের খবর

এনআইডি হারালে জিডি করার প্রয়োজন নেই, ভোগান্তি কমাতে ইসির নতুন উদ্যোগ!

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ৪-৯-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৯১

এনআইডি (জাতীয় পরিচয়পত্র) হারালে এখন থেকে আর সাধারণ ডায়েরি (জিডি) করার প্রয়োজন নেই। নাগরিকদের দীর্ঘদিনের ভোগান্তি ও হয়রানি কমাতে এ সংক্রান্ত বাধ্যবাধকতা তুলে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, “জাতীয় পরিচয়পত্র হারালে আগে সংশ্লিষ্ট থানায় গিয়ে জিডি করতে হতো। এখন থেকে আর তা করতে হবে না। ইসির সর্বোচ্চ পর্যায় থেকে এই প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, এনআইডি সেবাকে আরও সহজ ও নাগরিকবান্ধব করতে কমিশন বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এর অংশ হিসেবে আবেদন প্রক্রিয়া, তথ্য সংশোধন ও ডেলিভারি ব্যবস্থায় আধুনিকায়ন আনা হচ্ছে।

এদিকে, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ সূত্রে জানা গেছে, গত এক বছরে প্রায় ৯ লাখ ৫০ হাজার ঝুলে থাকা এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি করা হয়েছে। এতে করে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা নাগরিকদের ভোগান্তি অনেকটাই কমেছে।

নতুন এ সিদ্ধান্তের ফলে, যারা এনআইডি হারিয়ে ফেলেছেন, তারা এখন সরাসরি ইসির নির্ধারিত পোর্টালে গিয়ে আবেদন করে সহজেই পুনরায় কার্ড পেতে পারবেন।

নাগরিক সেবাকে ডিজিটালাইজ ও সহজ করতে নেওয়া এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্টরা।