তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইন অনুযায়ী দায়ের করা মামলায় আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত এ রিমান্ডের আদেশ দেন।
এর আগে, সিআইডি মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। তবে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের জন্য জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। শুনানি শেষে আদালত আসামির জামিনের আবেদন নাকচ করে দুই দিনের রিমান্ডের আদেশ দেন।
গত বুধবার রাতে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকার একটি আবাসিক এলাকা থেকে এন এম জিয়াউল আলমকে গ্রেপ্তার করা হয়।
সূত্রে জানা যায়, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ব্যবহার করে তিনি ডিজিকন গ্লোবাল সার্ভিসেস লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানকে ব্যবসা পরিচালনার অনুমতি দেন। নিরাপত্তা ব্যবস্থা না মেনে এনআইডির তথ্য বিদেশীসহ প্রায় ১৮২টি প্রতিষ্ঠানকে বিক্রি করা হয়, যার মাধ্যমে প্রায় ২০ হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়। মামলায় অভিযোগ করা হয়েছে যে, ১১ কোটি নাগরিকের ব্যক্তিগত তথ্য চুরি ও বিক্রির মাধ্যমে ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।
এই মামলার আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ডিজিকন গ্লোবাল সার্ভিসেসের পরিচালক ওয়াহিদুর রহমান শরীফ, এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সাবেক নির্বাহী পরিচালক মাহবুবুর রহমান সহ আরও কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তা।
এনআইডির তথ্য চুরির এই ঘটনা দেশের সাইবার নিরাপত্তার জন্য এক বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে, এবং এই মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।