সকল খবর
মহাবিশ্বের খবর
গলে যাওয়ার শঙ্কায় বিশ্বের বৃহত্তম হিমশৈল
- আপলোড তারিখঃ 29-12-24 ইং |
- নিউজটি দেখেছেনঃ 100007 জন
গলে যাওয়ার শঙ্কায় বিশ্বের বৃহত্তম হিমশৈল
বিশ্বের সবচেয়ে বড় হিমশৈল আবারও সরে যাচ্ছে। বিজ্ঞানীরা ধারণা করছেন, ‘এ২৩এ’ হিমশৈলটি দক্ষিণ মহাসাগর এলাকা থেকে সরে অ্যান্টার্কটিকা মহাসাগরে প্রবেশ করবে। সেখানে উষ্ণ পানির সংস্পর্শে এসে হিমশৈলটি গলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ২৩এ’র আয়তন ৩ হাজার ৮০০ বর্গকিলোমিটার, যা বৃহত্তর লন্ডনের দ্বিগুণেরও বেশি। এটি ৪০০ মিটার বা ১ হাজার ৩১২ ফুট পুরু।
হিমশৈলটি ১৯৮৬ সালে অ্যান্টার্কটিকা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, যদিও দ্রুতই উপকূলের ঠিক কাছে আটকে যায়। সেখানেই আটকে ছিল ৩০ বছরের বেশি।
আলোচিত সংবাদ