সকল খবর দেশের খবর

গোপালগঞ্জে এনসিপির সমাবেশের উপর হামলা: সারা দেশে ব্লকেড কর্মসূচি ঘোষণা

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ১৬-৭-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৩৩

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় দেশজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবরোধ (ব্লকেড) কর্মসূচির ঘোষণা দিয়েছে।

বুধবার (১৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সংগঠনের সভাপতি রশিদুল ইসলাম রিফাত এক পোস্টে বলেন, “গোপালগঞ্জে আমাদের নেতাদের ওপর বর্বর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে সারা দেশে ব্লকেড কর্মসূচি পালন করা হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব ইউনিটকে স্থানীয় ছাত্রসংগঠন, রাজনৈতিক দল ও সাধারণ ছাত্রদের সঙ্গে নিয়ে এই কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানানো হচ্ছে।”

জানা গেছে, বুধবার দুপুর ২টা ৪৫ মিনিটে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় সমাবেশ শেষে ফেরার পথে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীরা মুখে কাপড় বেঁধে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং গাড়িগুলোতে ব্যাপক ভাঙচুর চালায়।

এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এই হামলায় স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত। হামলার সময় পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতি থাকলেও শুরুতে তারা নিষ্ক্রিয় ছিল বলে অভিযোগ উঠেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করা হয় এবং প্রায় এক ঘণ্টা পর পরিবেশ কিছুটা শান্ত হয়।

নেতাকর্মীরা জানান, পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় সেনা ও পুলিশের যৌথ উপস্থিতিতে নেতারা এলাকা ত্যাগ করেন। এ ঘটনার প্রতিবাদে ইতোমধ্যে বিভিন্ন ছাত্রসংগঠনের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। ফেসবুক, এক্সসহ বিভিন্ন মাধ্যমে প্রতিবাদ জানিয়ে পোস্ট দিয়েছেন শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা এই ব্লকেড কর্মসূচিকে কেন্দ্র করে আগামী দিনে দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা বাড়ার আশঙ্কা করছে প্রশাসন। ইতোমধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রধান সড়কগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, যেকোনো পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছে।