অন্যান্য খবর আইন-আদালত

গোপালগঞ্জে ইউএনওর গাড়ি বহরে হামলা, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ১৬-৭-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০২৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত মাসব্যাপী 'জুলাই পদযাত্রা'র একটি গুরুত্বপূর্ণ দিন আজ। কর্মসূচির কেন্দ্রবিন্দু গোপালগঞ্জ শহরের পৌর পার্কে অনুষ্ঠিতব্য পদযাত্রা ঘিরে সদর উপজেলার বিভিন্ন স্থানে উত্তেজনা বিরাজ করছে।

বুধবার (১৬ জুলাই) দুপুরে সদর উপজেলার গান্ধিয়াশুর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসানের গাড়ি বহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইউএনও নিজে।

তিনি জানান, “জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে আজ পদযাত্রার আয়োজন করা হয়। কিন্তু পদযাত্রা বানচাল করতে কিছু দুর্বৃত্ত গান্ধিয়াশুর এলাকায় হামলা চালায়। এতে আমাদের গাড়ি বহর ক্ষতিগ্রস্ত হয়েছে।”

এদিকে সকালেই সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে কেন্দ্রীয় নেতাদের আগমনকে কেন্দ্র করে উলপুর এলাকায় পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

প্রসঙ্গত, এনসিপির চলমান পদযাত্রা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে। সরকারবিরোধী এই কর্মসূচিকে কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন ছাত্রলীগের সঙ্গে বিরোধ বাড়ছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

বর্তমানে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।