গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে নিহতদের মরদেহ প্রয়োজনে কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা ও স্বরাষ্ট্র বিষয়ক দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “গোপালগঞ্জে সংঘর্ষে নিহতদের মরদেহ স্বজনরা তড়িঘড়ি করে নিজ উদ্যোগে নিয়ে দাফন করেছেন, ফলে সেগুলোর ময়নাতদন্ত করা সম্ভব হয়নি। তবে তদন্তের স্বার্থে যদি প্রয়োজন হয়, তাহলে আদালতের নির্দেশ অনুযায়ী মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে।”
তিনি আরও জানান, “এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে ইতোমধ্যে প্রশ্ন উঠেছে। এসব অভিযোগ খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কারও গাফিলতি থাকলে তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে।”
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধনের আগে ইমিগ্রেশন ও নিরাপত্তা সংক্রান্ত জনবলের ঘাটতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে টার্মিনাল উদ্বোধনের নির্দিষ্ট সময়সীমা সম্পর্কে আমি এখনই কিছু বলতে পারছি না।”
প্রসঙ্গত, গত সপ্তাহে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির একটি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত কয়েকজন নিহত ও আহত হন। এ নিয়ে স্থানীয় ও জাতীয় পর্যায়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।