ময়মনসিংহের গৌরীপুর সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ লেনদেন, অতিরিক্ত অর্থ আদায়সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম।
বুধবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুদকের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের একটি তিন সদস্যবিশিষ্ট টিম এ অভিযান পরিচালনা করে।
অভিযানে দলিল রেজিস্ট্রেশন, তল্লাশি ও নকল সরবরাহে অতিরিক্ত অর্থ আদায় এবং ঘুষ লেনদেনের সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছে দুদক।
অভিযান পরিচালনার নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক (ডিডি) রাজু মো. সারোয়ার হোসেন। তার সঙ্গে ছিলেন উপ-সহকারী পরিচালক (ডিএডি) মো. শাহাদাৎ হোসেন ও রেজুয়ান আহম্মেদ।
দুদকের টিম প্রধান রাজু মো. সারোয়ার হোসেন জানান, “দীর্ঘদিন ধরে গৌরীপুর সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ ও হয়রানির অভিযোগ পেয়ে সরেজমিনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অফিসের নিরাপত্তাকর্মী রসুল মিয়া ও অফিস সহকারী শিউলীর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।”
তিনি আরও বলেন, “আমরা অনিয়ম ও দুর্নীতির একাধিক সুনির্দিষ্ট আলামত পেয়েছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।”
এ বিষয়ে গৌরীপুর উপজেলার সাব-রেজিস্ট্রার মো. রফিকুল ইসলাম বলেন, “দুদকের অভিযানের পর বেশ কিছু অনিয়ম সম্পর্কে জানতে পেরেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
দুদক সূত্র জানিয়েছে, সেবাগ্রহীতাদের ভোগান্তি বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।