সকল খবর দেশের খবর

গুজবের প্রভাবে বিভ্রান্ত হওয়া যাবে না, দেশ ও জনগণের স্বার্থে সতর্ক থাকতে হবে !

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ২৫-৩-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৪৯

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী একটি পেশাদার বাহিনী, যা দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং জাতির সেবা করে যাচ্ছে। তিনি নিশ্চিত করেছেন যে, দেশে কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি এবং সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে সরকার ও জনগণ সচেতন রয়েছে। তিনি সোমবার ঢাকা সেনানিবাসের সেনাপ্রাঙ্গণে সেনা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে (অফিসার্স অ্যাড্রেস) এসব কথা বলেন।

বৈঠকে সেনাপ্রধান সেনাবাহিনীর কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং উল্লেখ করেন যে, বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনী যে নিষ্ঠা ও দায়িত্ববোধে কাজ করছে, তা দেশ ও জাতি চিরকাল স্মরণ রাখবে। তিনি সেনা সদস্যদের উসকানিমূলক বক্তব্যে প্রতিক্রিয়া না দেখানোর এবং ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামলানোর প্রতি গুরুত্ব আরোপ করেন।

সেনাপ্রধান জানান, বিভিন্ন গুজব এবং ভুল তথ্যে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। "দেশে কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি। তবে কিছু অসত্য তথ্য ছড়ানো হচ্ছে, যা থেকে দূরে থাকতে হবে। সেনাবাহিনীর কাছে সর্বোচ্চ অগ্রাধিকার হলো দেশ ও দেশের জনগণ," বলেন তিনি।

তিনি আরও বলেন, সামনে ঈদ আসছে, তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে বজায় রাখতে হবে। কোনো কারণে আইনশৃঙ্খলার অবনতি ঘটলে, তা কঠোর হাতে নিয়ন্ত্রণ করতে হবে।

সেনাবাহিনীর প্রধান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বাংলাদেশ সফরের প্রসঙ্গ তুলে ধরে বলেন, জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষা মিশনে ভূমিকা প্রশংসা করেছেন। বিশেষ করে ৫ আগস্টের পরবর্তী পরিস্থিতি এবং সেনাবাহিনীর ভূমিকা জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করেছে।

তিনি কক্সবাজারে এক লাখ রোহিঙ্গার ইফতার আয়োজনে সেনাবাহিনীর সহযোগিতা এবং রামু সেনানিবাসের প্রশংসা করেন। এর পাশাপাশি, তিনি যুক্তরাষ্ট্রের সিনেটর গ্যারি পিটারসের সঙ্গে সাম্প্রতিক সৌজন্য সাক্ষাৎ উল্লেখ করে জানান, তিনি সেনাবাহিনীর কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

এছাড়া, জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর গুরুত্ব আরোপ করে, সেনাপ্রধান বলেন, গত রোববার ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেনাবাহিনী, দেশের সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তা রক্ষার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে, এমনটাই জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।