অন্যান্য খবর আইন-আদালত

"হাইকোর্টের রায়ে ৬৫৩১ শিক্ষকের নিয়োগ বাতিল"

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ৬-২-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৮৮

২০২৩ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে কোটা ভিত্তিতে নিয়োগ পাওয়া ৬ হাজার ৫৩১ জন শিক্ষকের নিয়োগপত্র বাতিল করে দিয়েছেন হাইকোর্ট। আজ (বৃহস্পতিবার) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রায় প্রদান করেন। আদালত মেধার ভিত্তিতে পুনরায় শিক্ষক নিয়োগের নির্দেশ দিয়েছে।

এদিকে, রায় ঘোষণার পর আদালত কক্ষের বাইরে উপস্থিত শত শত সুপারিশপ্রাপ্ত শিক্ষক বিক্ষোভ শুরু করেন। তারা আদালতের রায়ের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত পুনরায় নিয়োগের জন্য দাবী তোলেন।

এ ঘটনা ঘটে, ১৯ নভেম্বর হাইকোর্ট সরকারের সিদ্ধান্তে স্থগিতাদেশ দেয়ার পর, যেখানে তৃতীয় ধাপে ৬ হাজার ৫৩১ জন শিক্ষককে নিয়োগপত্র প্রদান করা হয়। আদালত কোটা পদ্ধতি অনুসরণ করে নিয়োগ প্রক্রিয়া বাতিল করেন এবং মেধার ভিত্তিতে নতুন নিয়োগের নির্দেশ দেন।

গত ৩১ অক্টোবর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঢাকা ও চট্টগ্রাম বিভাগের (তিন পার্বত্য জেলা ছাড়া) সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ করেছিল। এতে ৬ হাজার ৫৩১ জন উত্তীর্ণ হয়েছিলেন। এ ফল প্রকাশের পর, কোটা ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিতর্ক শুরু হয়, যার কারণে হাইকোর্ট এই রায় দেন।

এদিকে, আদালতের রায়ের পর সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে নেমেছে।