অন্যান্য খবর রাজনীতি

হাইকোর্টের স্থগিতাদেশ বাতিল: ডাকসু নির্বাচন আয়োজনে আর কোনো বাধা নেই

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ১-৯-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৫৮

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আয়োজনের পথে থাকা আইনগত জটিলতা কাটিয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত। ফলে নির্ধারিত সময়েই নির্বাচন আয়োজনের আইনগত বাধা দূর হলো।

সোমবার (৩০ আগস্ট) হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি এস কে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত একটি দ্বৈত বেঞ্চ ৩০ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিত করেন। তবে এই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আবেদনের শুনানি শেষে চেম্বার বিচারপতি হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ স্থগিত করে আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

তিনি জানান, “ডাকসু নির্বাচনের ওপর হাইকোর্ট যে স্থগিতাদেশ দিয়েছিল, তার বিরুদ্ধে আমরা আবেদন করি। চেম্বার জজ আদালত সেটি স্থগিত করেছেন। ফলে এখন নির্বাচন আয়োজনে আর কোনো আইনগত বাধা নেই।”

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, আদালতের এই রায়ের পর তারা নির্বাচনের প্রস্তুতি পুরোদমে এগিয়ে নিয়ে যাবে।

উল্লেখ্য, দীর্ঘদিন পর ডাকসু নির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে সর্বশেষ ২০১৯ সালে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।