অন্যান্য খবর রাজনীতি

হাসনাত-সারজিস সহ ৫ নেতাকে শোকজ এনসিপির

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ৬-৮-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০১১

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পাঁচ নেতার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে দলটির কেন্দ্রীয় দপ্তর।

৫ আগস্ট ‘জুলাই অভ্যুত্থান’-এর প্রথম বার্ষিকী উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ কর্মসূচি চলাকালীন তারা ব্যক্তিগত সফরে কক্সবাজারে অবস্থান করেন বলে অভিযোগ উঠেছে। দলীয় অনুমোদন বা রাজনৈতিক পর্ষদকে পূর্বে অবহিত না করেই এই সফরে অংশ নেন তারা।

নোটিশ পাওয়া পাঁচ নেতা হলেন—তাসনিম জারা, খালেদ সাইফুল্লাহ, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম এবং নাসীরুদ্দীন পাটওয়ারী।

এ বিষয়ে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযুক্ত নেতাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের কাছে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

দলীয় একাধিক সূত্র জানিয়েছে, বিষয়টি এনসিপি শৃঙ্খলার পরিপন্থী হিসেবে দেখা হচ্ছে। কারণ দর্শানো ব্যাখ্যা গ্রহণযোগ্য না হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক নীতিমালার আলোকে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ‘জুলাই অভ্যুত্থান’ দিনটি এনসিপির জন্য একটি প্রতীকী ও ঐতিহাসিক দিন হিসেবে বিবেচিত। সে উপলক্ষে আয়োজিত কর্মসূচির সময় দলের শীর্ষ পর্যায়ের নেতাদের এমন আচরণকে কেন্দ্র করে দলীয় অভ্যন্তরে চরম অসন্তোষ দেখা দিয়েছে।

এ বিষয়ে এখনো অভিযুক্ত নেতাদের কেউ প্রকাশ্যে মন্তব্য করেননি। তবে দলীয় সূত্রে ধারণা করা হচ্ছে, এ ঘটনা এনসিপির কেন্দ্রীয় রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিতে পারে।