অনলাইনে ছবি আদান-প্রদান বর্তমানে একটি সাধারণ বিষয় হয়ে উঠেছে, তবে মাঝে মাঝে ছবির সম্পাদনা বা পরিবর্তন করে ভুল বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে। এ সমস্যা মোকাবিলায় একটি নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের জন্য 'রিভার্স ইমেজ সার্চ' সুবিধা চালু করতে যাচ্ছে, যার মাধ্যমে গুগলের সাহায্যে পাঠানো ছবি সম্পাদিত, বিকৃত বা প্রাসঙ্গিক কিনা তা শনাক্ত করা যাবে।
বর্তমানে, রিভার্স ইমেজ সার্চ সুবিধাটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং নির্দিষ্ট সংখ্যক ওয়েব সংস্করণ ব্যবহারকারী এটি পরীক্ষা করে দেখতে পারছেন। আগামী দিনগুলোতে এই সুবিধা আরও ব্যাপকভাবে হোয়াটসঅ্যাপের ওয়েব সংস্করণে চালু হবে বলে ধারণা করা হচ্ছে।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর ছবি শনাক্ত করা তাদের অন্যতম লক্ষ্য। ব্যবহারকারীরা সরাসরি ছবির ওপর ক্লিক করলেই গুগলে আপলোড হয়ে যাবে এবং ব্রাউজারে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ছবির উৎস এবং এর বিশ্বাসযোগ্যতা যাচাই করা যাবে। এতে করে বিভ্রান্তিকর কনটেন্ট বা ছবি দ্রুত শনাক্ত করা সম্ভব হবে, যা ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করবে।
এতে ছবি যাচাইয়ের জন্য কোনো বাড়তি অ্যাপ বা টুল ডাউনলোড করতে হবে না। ব্যবহারকারীরা সরাসরি হোয়াটসঅ্যাপের মধ্যে এই সুবিধা ব্যবহার করতে পারবেন।
সূত্র: লাইভমিন্ট