সকল খবর দেশের খবর

ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের তিন দফা দাবিতে উত্তাল শাহবাগ, পুলিশের লাঠিচার্জ-টিয়ারশেল ছত্রভঙ্গ করল মিছিল

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ২৭-৮-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৩০

তিন দফা দাবিতে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি চরম উত্তেজনায় পরিণত হয় বুধবার (২৭ আগস্ট) দুপুরে, যখন তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

বেলা দেড়টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে শিক্ষার্থীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও জল কামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে লাঠিচার্জের ঘটনাও ঘটে, যার ফলে শাহবাগ ও আশপাশের এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।

এর আগে সকাল থেকে শিক্ষার্থীরা বুয়েট ক্যাম্পাসে জমায়েত হন এবং বেলা সাড়ে ১১টার দিকে শাহবাগের উদ্দেশ্যে মিছিল নিয়ে রওনা হন। টিএসসি ও চারুকলা পেরিয়ে তারা শাহবাগ মোড়ে এসে মূল সড়ক অবরোধ করেন। তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন, যেমন— ুব্লকেড ব্লকেড শাহবাগ ব্লকেড”, ুজ্বালোরে জ্বালো, আগুন জ্বালো”, ুদিয়েছি তো রক্ত, আরো দিবো রক্ত।”

শিক্ষার্থীরা দাবি করেন, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বিনা উসকানিতে হামলা চালিয়েছে। অন্যদিকে পুলিশ বলছে, প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিতে তারা আন্দোলনকারীদের বাধা দিতে বাধ্য হয়েছে।

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ুআমরা যমুনার দিকে যাব। ৩টা পর্যন্ত সময় দিচ্ছি—৩ জন উপদেষ্টা এখানে এসে আমাদের আশ্বাস দিতে হবে, তা না হলে আমরা যমুনার ব্যারিকেড ভাঙবো।”

আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন বুয়েটের সহকারী অধ্যাপক ইফতেখারুল ইসলাম ইমন।

এর আগেও মঙ্গলবার (২৬ আগস্ট) শিক্ষার্থীরা পাঁচ ঘণ্টা ধরে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন এবং পরে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করেন।

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো:
১. ৯ম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য থাকা ৩৩% কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা।
২. ১০ম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের শতভাগ কোটা বাতিল করে পদটি সবার জন্য উন্মুক্ত করা।
৩. বিএসসি ডিগ্রি ছাড়া ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ।

শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবিগুলোর বিষয়ে দ্রুত সরকারি আশ্বাস না পেলে আন্দোলন আরও তীব্র হবে।