অন্যান্য খবর আইন-আদালত

জালিয়াতির মামলায় শেখ হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা!

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ১০-৪-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৪৪

ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত আজ রাজধানীর পূর্বাচলে দশ কাঠার প্লট জালিয়াতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল ও ১৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এছাড়া অভিযোগপত্র আমলে নিয়ে আদালত আগামী ৪ মে প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন।  

মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলমসহ বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা।  

দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়ার দায়ের করা মামলায় অভিযোগ রয়েছে, শেখ হাসিনা ও পুতুল ঢাকা শহরে নিজেদের মালিকানাধীন বাড়ি ও ফ্ল্যাট থাকা সত্ত্বেও তা গোপন করে পূর্বাচল আবাসন প্রকল্পে প্লট বরাদ্দ নিয়েছেন। এ过程中 ক্ষমতার অপব্যবহার, আইন লঙ্ঘন ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশের মাধ্যমে পুতুলের নামে ২০৩ নম্বর রাস্তার ১৭ নম্বর প্লট বেআইনিভাবে বরাদ্দ দেওয়া হয়।  

গত ১০ মার্চ দুদক ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে এবং ১২ জানুয়ারি মামলাটি প্রথম রুজু হয়। আদালত এখন তদন্ত ও আইনি প্রক্রিয়া ত্বরান্বিত করতে এ বিষয়ে আগামী নির্ধারিত তারিখে প্রতিবেদন চেয়েছেন।