অন্যান্য খবর রাজনীতি

জামায়াতে ইসলামী নির্বাচন কমিশনের সাথে বৈঠক আজ

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ১৩-২-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৬৪

জামায়াতে ইসলামী নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসবে। বৈঠকে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেবে। নির্বাচনী বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সকাল ১১টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠক শেষে মিয়া গোলাম পরওয়ার প্রেস ব্রিফিং করবেন। এসময় তিনি ইসি’র সঙ্গে আলোচনার বিভিন্ন দিক তুলে ধরবেন।

এদিকে, গত ৯ ফেব্রুয়ারি বিএনপির প্রতিনিধিদলও নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহ উদ্দিন আহমদ ও সেলিমা রহমানের নেতৃত্বে প্রতিনিধি দল নির্বাচন কমিশনারদের সঙ্গে আলোচনা করেন। বৈঠকে অংশগ্রহণ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন, নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, আবদুর রহমানেল মাসুদ, বেগম তহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

বিএনপির প্রতিনিধি দল বৈঠক শেষে জানায়, নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তরায় হলে তারা তা প্রতিরোধ করবে। বিএনপির মতে, নির্বাচনের দিনক্ষণ নির্ধারণের ক্ষমতা নির্বাচন কমিশনের নেই, তবে তাদের আলাপে মনে হয়েছে, আগামী মে-জুনের মধ্যে ইসি সংসদ নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত হবে।