ঢাকা ও ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী ও ইফতার ২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর এবং ময়মনসিংহের একটি রেস্টুরেন্টে দেড় শতাধিক সাবেক শিক্ষার্থীর উপস্থিতিতে আয়োজিত এ মিলনমেলায় উপস্থিতরা এক উৎসবমুখর পরিবেশে আনন্দ ভাগাভাগি করেন।
পুনর্মিলনীতে অংশগ্রহণকারী সাবেক শিক্ষার্থীরা তাদের দীর্ঘদিনের সহপাঠীদের সাথে আবারো দেখা করতে পেরে আবেগাপ্লুত হয়ে পড়েন। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চলাকালীন পরিচিত মুখগুলোকে একসাথে দেখতে পেয়ে উল্লাসে মেতে উঠেন তারা। এটি ছিল একটি বিশেষ স্মরণীয় মুহূর্ত, যেখানে সবাই একে অপরকে আলিঙ্গন করে কুশল বিনিময় করেন এবং ক্যামেরায় সেগুলো ধারণ করেন।
এ বিষয়ে কথা বলতে গিয়ে আরব আমিরাত দূতাবাসের অর্থনৈতিক বিশ্লেষক লালন আলতাপ জানান, "এমন একটি মিলনমেলায় অংশ নিয়ে সত্যিই আমি ভীষণ আনন্দিত। পরিচিত মুখগুলোকে একত্রিত দেখে মনে হচ্ছে, ঢাকায় নয়, আবার সেই ক্যাম্পাস জীবনে ফিরে গেছি।"
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের উপ পরিদর্শক আবু সাঈদ বলেন, "বিশ্ববিদ্যালয় জীবনের পুরনো বন্ধুদের সাথে আবারো দেখা করা সত্যিই অনেক ভালো লাগছে। এই পুনর্মিলনীতে যোগ দিয়ে মনে হচ্ছে আমি আবারো ক্যাম্পাসে ফিরে গেছি।"
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) এর সহকারী অধ্যাপক ফেরদৌস আনাম জীবন বলেন, "এমন একটি সুন্দর অনুষ্ঠানে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই।"
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মাহমুদ মুনিম বলেন, "অনেক সময় পর পুরনো বন্ধুদের সাথে দেখা হলো। অনেকেই নিজেদের নিজ নিজ স্থানে প্রতিষ্ঠিত হয়েছেন, এটি সত্যিই আনন্দের। আশা করছি, ভবিষ্যতে আমরা একসাথে কাজ করার সুযোগ পাবো।"
ময়মনসিংহে অনুষ্ঠিত পুনর্মিলনীতে যোগ দেওয়া সাবেক শিক্ষার্থী হাসিব ইসলাম বলেন, "এ ধরনের আয়োজন শুধু একত্রিত হওয়ার সুযোগ তৈরি করে না, এটি আমাদের জন্য ভবিষ্যতে একত্রে কাজ করার নতুন একটি প্ল্যাটফর্ম হবে।"
অধ্যক্ষ মিশকাত আল হারুন বলেন, "এটি ছিল আমাদের প্রথম প্রয়াস, যেখানে ঢাকার বাইরে ময়মনসিংহে আয়োজন করা হয়েছে। আশা করি, ভবিষ্যতে এমন আয়োজন আরও বড় পরিসরে অনুষ্ঠিত হবে।"
এদিকে, শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজের শিক্ষক বাঁধন আরা মিল্কি বলেন, "দুটি ভিন্ন স্থানে এই পুনর্মিলনী আয়োজন করা হয়েছে, যার ফলে নজরুলিয়ানদের ঐক্য আরও দৃঢ় হয়েছে।"
অবশেষে, অনুষ্ঠানে উপস্থিত সাবেক শিক্ষার্থীরা একসাথে ফটোসেশনের মাধ্যমে পুনর্মিলনী এবং ইফতার অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।