বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তাদের দল জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না। দলের পক্ষ থেকে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, স্থানীয় নির্বাচন হলে রাজনৈতিকভাবে দেশের পরিস্থিতি আরও খারাপ হতে পারে, যা দেশকে আরো ভঙ্গুর অবস্থায় নিয়ে যাবে।
বিএনপি নেতার মতে, যত দ্রুত জাতীয় নির্বাচন হবে, তত দ্রুত দেশের পরিস্থিতি সহজ হবে। তিনি আরও জানান, বিএনপি আনুপাতিক হারে নির্বাচনের ব্যবস্থার পক্ষে নয়, এবং জামায়াতে ইসলামী জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের পক্ষে থাকলেও বিএনপি এই ধারণার সঙ্গে একমত নয়।
এক প্রশ্নের উত্তরে, বিএনপি মহাসচিব ড. মুহাম্মদ ইউনূসের আয়নাঘরের পরিদর্শন সম্পর্কিত মন্তব্য করেন, তিনি বলেন, গুম, হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় বিএনপি যে অবস্থান নিয়েছে, তা নিয়ে সরকার বরাবরই অস্বীকার করেছে, কিন্তু জাতিসংঘের রিপোর্টের মাধ্যমে সত্য উন্মোচিত হয়েছে।
মির্জা ফখরুল আরও বলেন, জাতিসংঘের পর্যবেক্ষণ কমিটির রিপোর্টে যে ধরনের অভিযোগ উঠে এসেছে, তাতে সরকারকে দায়ী করে বলেন, এইসব ঘটনার নির্দেশনা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি বলেন, এসব হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘন হাসিনার ফ্যাসিস্ট শাসনের ফলস্বরূপ ঘটেছে।
বিএনপি মহাসচিব বলেন, “আমরা চাই ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে ফিরিয়ে দিক এবং তাদের বিচারের আওতায় আনা হোক।”
এ সময় বিএনপি নেতা শামা ওবায়েদও উপস্থিত ছিলেন।