অন্যান্য খবর রাজনীতি

জাতীয় স্বার্থে রাজনৈতিক ঐক্যের আহ্বান তারেক রহমানের

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ৬-৮-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০১৩

রাজনৈতিক মতভেদ থাকা স্বাভাবিক হলেও জাতীয় স্বার্থে সকল দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, “বিভিন্ন বিষয়ে আমাদের মধ্যে মতভেদ থাকতেই পারে। সেই মতভেদ দূরীকরণে আলোচনা হবে। তবে জাতীয় ইস্যুতে, বিশেষ করে গণতন্ত্র ও জনগণের অধিকারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে মুখ দেখাদেখি বন্ধ হয়ে যাওয়া উচিত নয়। আমাদের জাতীয় স্বার্থে এক ছাতার নিচে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন।”

বুধবার (৬ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিজয় শোভাযাত্রা পূর্ববর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে ভিডিও বার্তার মাধ্যমে তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, “আমি বিশ্বাস করি, ধর্ম, দর্শন, মত যার যার। কিন্তু রাষ্ট্র আমাদের সবার। তাই রাষ্ট্রের ভবিষ্যৎ রক্ষা করতে হলে আমাদের ঐক্য জরুরি। গণতন্ত্র, ভোটাধিকার ও নাগরিক স্বাধীনতা নিশ্চিত করতে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে।”

দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে তিনি বলেন, “নাগরিকদের সিদ্ধান্ত নেওয়ার সময় এখন। ফ্যাসিবাদের সময়ে আমরা কেউই নিরাপদ ছিলাম না—না আমরা, না আমাদের সন্তানরা। আমাদের ভোটাধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, গোটা দেশকে বন্দিশালায় পরিণত করা হয়েছিল। এই অবস্থা পরিবর্তনের জন্য গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।”

বিএনপির এ নেতা বলেন, “একটি নিরাপদ, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আজকের বিজয় শোভাযাত্রা। আমি বিশ্বাস করি, জনগণই এই পরিবর্তনের প্রধান চালিকা শক্তি।”

সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শহরের বিভিন্ন রুটে বিজয় শোভাযাত্রা বের হয়, যা গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীকী পদক্ষেপ হিসেবে অভিহিত করে বিএনপি।