রাজনীতি মানব জীবনের অবিচ্ছেদ্য অংশ। এটি সমাজের দিক নির্ধারণ করে এবং জীবন যাত্রার মানকে প্রভাবিত করে। রাজনীতিতে নেতৃত্বর ভূমিকা অপরিসীম। একজন সৎ,নির্ভীক, কর্মীবান্ধব,দক্ষ,দূরদর্শী ও জনপ্রিয় নেতা মানুষের হৃদয়ের মনিকোঠায় জায়গা করে নেয় এবংঅংশ হয়ে উঠে ইতিহাসের ।
স্কুল শিক্ষক থেকে জাতীয়তাবাদী শ্রম রাজনীতির ইতিহাসের অগ্রপথিক এবং জাতীয়তাবাদী আদর্শের বিদগ্ধ সৈনিক ক্ষণজন্মা অমর শ্রমিক নেতা আবুল কাশেম চৌধুরী (১৯৩৬-২০১৮)। ফেনী জেলার পরশুরাম উপজেলার বাশপদুয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নির্মোহ-নির্লোভ ব্যক্তিত্বের প্রোজ্জ্বল এই নেতা সোহরাওয়ার্দী কলেজ থেকে শিক্ষা জীবন শেষ করে ফেনী পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু হলেও তিনি থিতু হন শ্রমিক রাজনীতিতে। ১৯৭৩ সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের যোগদান, ১৯৭৮ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আহবানে সাড়া দিয়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি পদসহ বিভিন্ন পদে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে অসামান্য ভূমিকা রেখেছেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শ্রমিক-কর্মচারী ঐক্য (ঝকঙচ) এর অন্যতম সমন্বয়কারী এবং ১৯৯১ সালে বাপাউবো সিবিএ'র প্রবর্তন হয় তাঁর হাত ধরেই। জাতীয় রাজনীতিতে অবদান রাখা এই পুরোধা রাজনীতিবিদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালের ৮ ই এপ্রিলে শেষ নিঃশ্বাস ত্যাগ করা অবধি উনি শ্রমজীবী মানুষের কল্যাণে এবং অন্যায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হিসেবে নিজেকে নিয়োজিত রেখেছিলেন।
একজন সত্যিকারের নেতা শুধু পথই দেখান না, বরং অন্যদের হাত ধরে লক্ষ্যে পৌঁছে দেন। বাপাউবো সিবিএর রাজনীতিতে কাশেম চৌধুরী কোন ব্যক্তি নন, একটি বিপ্লব আর প্রখর বিশ্বাসের নাম। আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে সুদীর্ঘ সময় ধরে লড়ে যাওয়া নির্ভীক মানব বর্তমান সময়ে শ্রমিক রাজনীতির নির্ভেজাল উপাসক বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক- কর্মচারী ইউনিয়ন রেজিঃ নং বি-১৯০১ এর সংগ্রামী সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মঞ্জরুল ইসলাম মঞ্জু সাহেবসহ অগণিত নেতা তৈরির কারিগর তিনি।
নিরেট সাদা মনের অধিকারী প্রখ্যাত অমর শ্রমিক নেতার ৭ম মৃত্যু বার্ষিকীতে এই অভিপ্রায়, প্রিয় নেতার দূরদর্শিতা ও নেতৃত্বের জন্য আমরা চির কৃতজ্ঞ এবং উনার মতো সৎ, যোগ্য নেতা একবার নয়, বারবার আসুক এই ধরায়।
কলমে- জাহাঙ্গীর পাঠান
যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন, রেজিঃ নং বি-১৯০১, ময়মনসিংহ শাখা কমিটি