সকল খবর দেশের খবর

জন–অধিকার প্রতিষ্ঠা করাই আমাদের রাজনীতির লক্ষ্য: নুরুল হক

নিজস্ব প্রতিবেদক, অনিন্দ্যবাংলা

প্রকাশ : ১৩-১২-২০২৪ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৫৯

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেছেন, ‘আমরা বলি রাষ্ট্রের মালিক জনগণ। জনগণের ভ্যাট–ট্যাক্সের টাকায় রাষ্ট্র পরিচালিত হয়। রাষ্ট্রের কর্মকর্তা-কর্মচারীরা সেটা এসপি সাহেব হোক, ডিসি সাহেব হোক কিংবা ইউএনও সাহেব হোক, সব সাহেবের বেতন হয় এই জনগণের ভ্যাট–ট্যাক্সের টাকায়। কাজেই এই প্রজাতন্ত্রের কর্মকর্তা–কর্মচারীরা যেন জনগণের প্রতি দায়বদ্ধ থাকে এবং জনগণ যেন মনে করে, বিভিন্ন প্রতিষ্ঠানে তার যে অধিকার আছে, নাগরিক হিসেবে সেটা যৌক্তিক ও ন্যায়সংগত। জনগণের এই অধিকার প্রতিষ্ঠা করাই গণ অধিকার পরিষদের রাজনীতির লক্ষ্য।’

রোববার বিকেলে পটুয়াখালীর নতুনবাজারে গণ অধিকার পরিষদ কার্যালয় প্রাঙ্গণে ‘জুলাই বিপ্লব ও নতুন বাংলাদেশ বিনির্মাণে জন–আকাঙ্ক্ষার রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক এ কথা বলেন। গণ অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখা এ সভার আয়োজন করে।